Wednesday, March 26, 2025

তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড যশোর বাঁচতে শেখা অডিটর হল রুমে মহান নেতা হতে দক্ষতা উন্নয়নের বিশেষ  কর্মশালা অনুষ্ঠিত 

Date:

Share post:

তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড যশোর বাঁচতে শেখা অডিটর হল রুমে মহান নেতা হতে দক্ষতা উন্নয়নের বিশেষ  কর্মশালা অনুষ্ঠিত 
মোঃ ওয়াজেদ আলি স্টাফ রিপোর্টারঃ
প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম! এই স্লোগানকে সামনে রেখে  যশোরে তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড উদ্যোগ  যশোর বাঁচতে শেখা অডিটর হল রুমে মহান নেতা হতে দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ব্যাপি শুক্রবার  ৫ মে ০৫/০৫/২০২৩ ইং তারিখে দিনব্যাপী যশোরে বাঁচতে শেখা অডিটর হলরুমে তিয়ানশীর মহান নেতা হতে দক্ষতা উন্নয়নের  এই  বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিয়ানশীর (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর ব্রোঞ্জ লায়ন মোঃ আব্দুর রহিম স্যারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুদূর চায়না থেকে আগত তিয়ানশি কোম্পানি লিমিটেড এর কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর  মিস্টার এন ডি ওয়াং। তিয়ানশির  মহান নেতা হতে দক্ষতার উন্নয়নের বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন, তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের স্টার ডাইরেক্টর মোঃ মাহাবুর  রহমান, স্টার মোঃ কামরুজ্জামান, স্টার গোল্ডেন লাইন মোঃ নিয়ামুল কবির পিপলু, গোল্ড লায়ন মোঃ মফিজুল ইসলাম, সিলভার লায়ন মোঃ জাহাঙ্গীর আলম,  ব্রোঞ্জ লায়ন মোঃ আব্দুল্লাহ, ব্রোঞ্চ লায়ন শাহিনুর রহমান।
অনুষ্ঠানে এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, ৮ স্টার ডিস্ট্রিবিউটর প্রভাষক আবু মুসা,মোঃ আব্দুল গফুর,  তুহিনুর জামান, শফিকুল ইসলাম, হাফেজ খাইরুল বাশার, হোসনে আরা বেগম, গোলাম ফারুক, রুহুল আমিন, আব্দুর রহমান  ৭ স্টার পলাশ কুমার দাস, ৭স্টার আবুবক্কার, ৭স্টার ফারুক হোসেন, ৭স্টার জামাল হোসেন, ৭ স্টার আবু সাঈদ, ৬ স্টার মোহাম্মদ রাজু হোসেন,  ৫ স্টার চন্দ্রা সাহাসহ অনুষ্ঠান আর উপস্থিত ছিলেন তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউটারা। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য বলেন, তিয়ানশি চায়না কোম্পানি লিমিটেড দীর্ঘ ১৮ বছর   ধরে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। তিয়ানশি চায়না কোম্পানি লিমিটেড বাংলাদেশ সরকারে সর্বোচ্চ ভ্যাট দাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তারই ধারাবাহিকতা মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে তিয়ানশি চায়না কোম্পানি প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পণ্য গুলো সরবরাহ করতে পারছি। তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ১।চট্টগ্রাম ২। ঢাকা বাংলাদেশের দুটি কোম্পানির অবস্থিত। তবে অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, তিয়ানশি পণ্য সরাসরি চীন থেকে পরিচালিত তিয়ানশি  কোম্পানি পণ্যগুলো কোন ওষুধ নয়। এগুলো মূলত  বিশ্বমানের প্রাকৃতিক ফাংশনাল ফুড। প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে এগুলো খাওয়া ও ব্যবহার করা যায়। তবে তিয়ানশির পণ্যসমুহ স্বাস্থ্য খাদ্য পণ্য যা কোন ঔষধ বা মেডিকেল সামগ্রী নয়। রোগী বা অসুস্থ ব্যাক্তিরা চাইলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে তিয়ানশি প্রাকৃতিক সাস্থ্য সম্পুরক খাদ্য পণ্য গ্রহন করার মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন বলে জানাযায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লড়াই-সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরা কখনো পি’ছু হ’টেনি বাপ্পি

এস কে বাপ্পি, খুলনা ব্যুরো: খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মনিরুল হাসান বাপ্পি বলেছেন, আজীবন দেখেছি, লড়াই-সংগ্রামে...

শ্রীনগরে আদালতে চলমান জমিতে রাতের আঁ’ধারে অ”বৈ’ধ ড্রেজিং

শ্রীনগর প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ ঈদগাঁ মাঠ সংলগ্ন বাসাইলভোগ মৌজার একটি জমিতে আদালতে মামলা চলমান...

কালীগঞ্জে ঘু”ষ ছাড়া নড়ছে না ফাইল শিক্ষা কর্মকর্তার বি’রু”দ্ধে অ”ভিযো’গ

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলই নড়ে না—এমন অভিযোগ তুলেছেন শিক্ষক...

গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত চেক বিতরণ

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী: গোদাগাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি...