Wednesday, July 16, 2025

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “অভিমানী”

Date:

Share post:

কবিতা

“অভিমানী”

মুহাঃ মোশাররফ হোসেন:

ভাবছি আমি একাই বসে, হচ্ছে কি সব আমার সাথে?

যাকে আমি চাইছি পেতে দূরে ঠেলে দিচ্ছি তাকে।

সে আমাকে কাছে টানে, আমি ও টানি মাঝে মাঝে।

আবার দিচ্ছি দূরে ঠেলে ,দু-জন দু-জনাকে।

ভাবছি কি যে চাইছি আর কি যে পাচ্ছি,

কিছুই আমি বুঝি নাতো!

স্বরুপ তোমার ভালো না খারাপ সেটাও মাথায় ঢুকছে নাতো!

রাগের কথা পাড়া জানে তুমি কি কিছুই শুনোনি?

রাগের মাথায় করি যে ভুল তাও কি তুমি বুঝোনি?

তবে কেনো এমন করে দিলে আমায় রাগিয়ে?

তাইতো তোমায় অমন করে দিলাম আমি ফিরিয়ে।

মিষ্টি কথায়, মিষ্টি ঝগড়ায়, রাগ যে আমায় কমেনা!

এতোদিনে তুমি বুঝি এটুকু ও আমায় চিনলে না?

রাগ কমেছে বুদ্ধি খুলেছে বসে আছি একেলা!

কখন তুমি আসবে ফিরে করছি আমি অপেক্ষা।

আসো ফিরে বসো কাছে, বলো; আছে যা তোমার মনে!

মিষ্টি হেসে রাগটা ভুলে নিবো’ তোমায় আপন করে।

ভাবছি আমি একাই বসে, হচ্ছে কি সব আমার সাথে?

যাকে আমি চাইছি পেতে দূরে ঠেলে দিচ্ছি তাকে।

সে আমাকে কাছে টানে, আমি ও টানি মাঝে মাঝে।

আবার দিচ্ছি দূরে ঠেলে ,দু-জন দু-জনাকে।

ভাবছি কি যে চাইছি আর কি যে পাচ্ছি,

কিছুই আমি বুঝি নাতো!

স্বরুপ তোমার ভালো না খারাপ সেটাও মাথায় ঢুকছে নাতো!

রাগের কথা পাড়া জানে তুমি কি কিছুই শুনোনি?

রাগের মাথায় করি যে ভুল তাও কি তুমি বুঝোনি?

তবে কেনো এমন করে দিলে আমায় রাগিয়ে?

তাইতো তোমায় অমন করে দিলাম আমি ফিরিয়ে।

মিষ্টি কথায়, মিষ্টি ঝগড়ায়, রাগ যে আমায় কমেনা!

এতোদিনে তুমি বুঝি এটুকু ও আমায় চিনলে না?

 

রাগ কমেছে বুদ্ধি খুলেছে বসে আছি একেলা!

কখন তুমি আসবে ফিরে করছি আমি অপেক্ষা।

আসো ফিরে বসো কাছে, বলো” আছে যা তোমার মনে!

মিষ্টি হেসে রাগটা ভুলে’ নিবো তোমায় আপন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তিস্তা ভাঙন এলাকা পরিদর্শনে পরিবেশ উপদেষ্ট

মোঃ আবু শাহান সেলিম মিয়া, রংপুর।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই...

যশোরে অ-গ্নিকা’ণ্ডে ক্ষ’তিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গত ২২ মে ২০২৫ যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ কর্তৃক ১৪টি...

নড়াইলে মদিনা ফুড বেকারিতে ভো’ক্তা অধিকারের অ’ভিযানে জ-রিমানা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে পৌরসভার কুড়িগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন...

সড়ক দু-র্ঘটনা’য় গু’রুতর আ’হত শ্রীপুরের আনোয়ারুল ইসলাম হাসপাতালে লাইফ সা’পোর্টে

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের কৃতি সন্তান, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের...