Friday, July 18, 2025

নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পরিবেশমন্ত্রী

Date:

Share post:

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

বড়লেখা পৌর শহরের নিজ বাসভবনে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টাল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিবেশমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার উন্নয়নমুলক কাজ শুরু করে এখনও চালিয়ে যাচ্ছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি বড়লেখা হাসপাতালকে ৩১ শয্যা থেকে আধুনিক ভবনসহ ৫০ শয্যায় উন্নীত করেন। জুড়ী উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করেন। বড়লেখা ও জুড়ীতে আধুনিক থানা ভবন, বড়লেখায় অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ, মাধবকুণ্ড – ইকোপার্কে চারতলা বিশিষ্ট আধুনিক রেষ্টহাউজ নির্মাণ, জুড়ীতে চারতলা বিশিষ্ট আধুনিক রেষ্টহাউজ নির্মাণ, ৭৮ কোটি টাকা ব্যয়ে জুড়ী-ফুলতলা সড়ক প্রশস্তকরণ কাজ সম্পন্ন করেন।

এছাড়া তিনি বড়লেখা ও জুড়ীতে ৪০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্ত করেছেন। ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামো উন্নয়ন করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুতসহ প্রতিটি ক্ষেত্রে তিনি সাধ্যমত কাজ করে যাচ্ছেন। তার এই উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পূর্বে সব সময় আমি সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগীতা চাই। এলাকার উন্নয়নে সব সময় সাংবাদিকরা আমার পাশে ছিলেন। তিনি আশা করেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সাংবাদিকরা তাঁর পাশে থাকবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি লুৎফুর রহমান চুন্নু, দৈনিক সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, দৈনিক সমকাল প্রতিনিধি গোপাল চন্দ দত্ত, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরিফ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক কাজি রমিজ উদ্দিন, দৈনিক পর্যবেক্ষণ প্রতিনিধি মোহাম্মদ হানিফ পারভেজ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, সাংবাদিক মস্তুফা উদ্দিন, জালাল আহমদ,দৈনিক বাংলা সংবাদ প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপন, দৈনিক সংবাদ সমাচার অজিত রবি দাস, সাংবাদিক আশফাক জুনেদ, দৈনিক গণমুক্তি প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক আশ্রয় প্রতিদিন শাকিল আহমদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হুমায়ুন কবির(কালীগঞ্জ)ঝিনাইদহ প্রতিনিধিঃ সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয়তাবাদী...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারে প্রতিবাদ

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার,অপপ্রচারে প্রতিবাদে,ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ...

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শ্রীপুরে লিফলেট বিতরণ

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে, শ্রীপুরের সাচিলাপুর বাজারে,...

খাগড়াছড়ি সদর উপজেলা ভাইবোনছড়া ত্রিপুরা তরুণীকে গণধর্ষণ 

খাগড়াছড়ি ,প্রতিনিধিঃ  খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ভয়াবহ এক গণধর্ষণের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। লতিবান এলাকার এক পাহাড়ি ত্রিপুরা...