
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
খেলাধুলার বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” — এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সতীঘাটা যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
শুক্রবার বিকেলে তোলাগোলদার পাড়া খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজার রহমান মনু। প্রধান অতিথি উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাসুদুর রহমান শামীম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম।
আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্বাক, জাহিদ, সোহাগ, জুবায়ের, মুন্না, সুমন, রাশেদসহ স্থানীয় যুবকরা।
ক্রীড়া প্রতিযোগিতায় ছিল ফুটবল, দড়ি টানাটানি, কলাগাছে ওঠা, বাস্কেটে বল নিক্ষেপ, স্লো মোটরসাইকেল রেস, জলডাঙ্গা, বস্তা দৌড় এবং শিশুদের জন্য মোরগ লড়াই।
সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন
দেলোয়ার হোসেন হিমু ও অনিক।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে।