
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলা ১নং গড়গজ্জ্যাছড়িতে একটি বাড়ি আগুনে পুরে ছাই হয়ে গেছে । অগ্নিকাণ্ডে পরিবারে সার্বিক খোঁজ খবর নিতে জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা ,অনিয়ম চাকমা পরিদর্শন করে অনুদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী ।