Wednesday, August 20, 2025

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাহিত্য আসর অনুষ্ঠিত,জালালউদ্দিন রুমির সাহিত্যে আছে সমগ্রের প্রতি অতুলনীয় ভালোবাসা – সারওয়ার চৌধুরী

Date:

Share post:

আবদুল কাদির জীবন,সিলেট জেলা প্রতিনিধি :

বিশিষ্ট রুমি গবেষক ও সাংবাদিক সারওয়ার চৌধুরী বলেছেন, জগত বাস্তবতার ভেতরের বিশেষ জ্ঞান ও বাইরের জ্ঞান রুমি অনুধাবন করতে পেরেছিলেন অসাধারণভাবে। সেই অতুলনীয় উপলব্ধি তাঁর এসেছিল মাওলানা শামস তাবরিজির সাক্ষাত পেয়ে। তাবরিজি তাঁকে দেখিয়েছেন মহাবিশ্বব্যবস্থায় ভালবাসা-ই সারাৎসার, যে-ভালবাসার শুদ্ধতা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। রুমি আমাদের জানান, ভালবাসা হল—কৃতজ্ঞতা। আল্লাহর সৃষ্টিকে ভালবেসে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। যেখানে বিশুদ্ধ ভালবাসা ফোটে সেখানে কৃতজ্ঞতা প্রকাশ পায়। রুমির সাহিত্য, কথা-আলাপ সবকিছুতে সমগ্রের প্রতি ভালবাসা ফুটেছে অতুলনীয়ভাবে। তাই সেই ত্রয়োদশ শতকে সৃষ্ট রুমির সাহিত্য আজও প্রাসঙ্গিক বিস্ময়করভাবে।

তিনি গত ৫ই জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে মরমি কবি, বিখ্যাত আলেম, হযরত মাওলানা জালাললুদ্দিন রুমি রহ.কে নিবেদিত সেমিনার ও সংগঠনের ৩য় নিয়মিত মাসিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক সৈয়দ মবনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও গল্পকার সেলিম আওয়াল, কবি সালেহ আহমদ খসরু, লন্ডন বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাছির আহমদ।

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, লোকগবেষক আবু সালেহ আহমদ, সরকারি প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক সেয়দ রেজাউল হক, ঔপন্যাসিক সিরাজুল হক, সাংবাদিক ফাতাউর রহমান।

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে লেখা পাঠ করেন, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, ছড়াকার কবির আশরাফ, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি কামাল আহমদ, ছড়াকার আতাউর রহমান বঙ্গী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল। সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সত্য ইতিহাস মানবের পথ চলার পাথেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উদ্যোগে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে । তাদের রয়েছে নিজস্ব...

মণিরামপুর ভূমি স”হকারীর কার্যালয় ‎৯ টার অফিস কয়টায় হয় স্ব’ক্রিয় দা”লাল চ’ক্র 

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে যোগদান সংক্রান্ত বিষয়ে ঘোষিত গেজেট মোতাবেক প্রত্যেক  দপ্তরের প্রধান থেকে...

সিরাজগঞ্জ সলঙ্গায় থানা  ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মা”দক ব্য’বসায়ী গ্রে”ফতার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ এর র‌্যাব-১২,দিকনির্দেশনায় অদ্য ২০ আগস্ট রোজ মঙ্গলবার  ২০২৫  র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস...

শার্শার বাগাআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

মোঃ শাহারুল ইসলাম রাজ,  স্টাফ রিপোর্টার: শার্শা উপজেলাধীন বাগাআঁচড়ায় বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের...