Sunday, November 16, 2025

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা আল্লাহ মহান”

Date:

Share post:

    কবিতা

“আল্লাহ মহান”

মুহাঃ মোশাররফ হোসেন:

আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
তুমি যে করুণাময়, অসীম দয়ালু মেহেরবান।
নেই তুলনা তোমার সাথে আর কারোরই,
তুমিই তো, রহমানুর রহীম, তুমি যে প্রভু- দয়াবান।
দুনিয়াতে আছে যত পাপী আছে গুনাহগার,
তোমার দয়ায় সবাই পায় মাফ যত গুনাহ তার।
করতে পারি না তোমার প্রশংসা যতটা পাওয়ার,
হয়েছি অকৃতজ্ঞ, ভুলেছি তোমায় মোহে পড়ে দুনিয়ার।
তবুও তুমি দিয়েছো সব, রক্ষা করেছো আমাদের প্রাণ,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
করি না তোমার গোলামী, বানিয়েছি অংশীদার,
রাখিনি মনে তোমার করুণা, বানিয়েছি রাহবার।
মনেরও গহীনে বাসা বেঁধেছে, কীট যত অকৃতজ্ঞার,
তোমার দাসত্ব করি না আমি, নিয়ামত খেয়েও তোমার।
তোমার নামেতে ডুবে থেকেও করছি তোমারই নাফরমান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
মাশরিক থেকে মাগরিব আমি যেদিকে তাকায়,
তুমিই যে প্রভু, ওগো তুমি প্রভু, মনে পড়ে যায়।
নীল আকাশ, দক্ষিণা বাতাস, ঢেউ ভরা সাগর,
ধু-ধু মরু, আর সবুজে ঘেরা এই নিপুন সংসার।
গেয়ে শেষ হবে নাকো ওগো, তোমার গুণগান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
তুমি যে করুণাময়, অসীম দয়ালু মেহেরবান।
নেই তুলনা তোমার সাথে আর কারোরই,
তুমিই তো, রহমানুর রহীম, তুমি যে প্রভু- দয়াবান।
দুনিয়াতে আছে যত পাপী আছে গুনাহগার,
তোমার দয়ায় সবাই পায় মাফ যত গুনাহ তার।
করতে পারি না তোমার প্রশংসা যতটা পাওয়ার,
হয়েছি অকৃতজ্ঞ, ভুলেছি তোমায় মোহে পড়ে দুনিয়ার।
তবুও তুমি দিয়েছো সব, রক্ষা করেছো আমাদের প্রাণ,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
করি না তোমার গোলামী, বানিয়েছি অংশীদার,
রাখিনি মনে তোমার করুণা, বানিয়েছি রাহবার।
মনেরও গহীনে বাসা বেঁধেছে, কীট যত অকৃতজ্ঞার,
তোমার দাসত্ব করি না আমি, নিয়ামত খেয়েও তোমার।
তোমার নামেতে ডুবে থেকেও করছি তোমারই নাফরমান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
মাশরিক থেকে মাগরিব আমি যেদিকে তাকায়,
তুমিই যে প্রভু, ওগো তুমি প্রভু, মনে পড়ে যায়।
নীল আকাশ, দক্ষিণা বাতাস, ঢেউ ভরা সাগর,
ধু-ধু মরু, আর সবুজে ঘেরা এই নিপুন সংসার।
গেয়ে শেষ হবে নাকো ওগো, তোমার গুণগান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে লোহাগড়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর আয়োজনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : একটাই লক্ষ "হতে হবে দক্ষ" কারিগরি শিক্ষা গ্রহণ করি" নিজের জীবন নিজে গড়ি" এই...

নড়াইলে লোহাগড়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর আয়োজনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : একটাই লক্ষ "হতে হবে দক্ষ" কারিগরি শিক্ষা গ্রহণ করি" নিজের জীবন নিজে গড়ি"...

নারী ও শিশু অধিকারের লক্ষে শ্রীপুরে মহিলা দলের নারী সমাবেশ

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায়,বিএনপি'র নির্বাচনী অগ্রাধিকারে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর...

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংস্কৃতি ও সমতার অর্থনীতি রক্ষার প্রত্যয়ে যুবমৈত্রীর সম্মেলন 

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “কর্ম সংস্থান অথবা বেকার ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড়” - এই স্লোগান...