
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহাকুমা র অন্তর্গত ঘটক পুকুর এর মোড়ে মগরাহাট পশ্চিমের তৃনমূল যুব কংগ্রেস পক্ষ থেকে একটি চা চক্র ও জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়।
এই সভায় থেকে সাধারণ মানুষের কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া এস আই আর নিয়ে যে বিতর্ক তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।
তিনি বলেন যে সাধারণ মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপনারা সবাই এই এস আই আর নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই।
আপনারা সচেতন থাকুন এবং আপনাদের পাশে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা থাকবে। আজকের এই সভায় পশ্চিম বাংলা সরকারের জনমুখী কর্মকাণ্ড তুলে ধরা হয়। গন বিকাশের ক্ষেত্রে বর্তমানে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা তুলে ধরা হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য অসিম হালদার এবং কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃনমূল দলের নেতা সাদিক হোসেন মোল্লা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী জ্যোস্না হাজরা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য সাগিত হোসেন ওরফে ভোলা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের এর উপ প্রধান ও ডায়মন্ড হারবার জেলা আদালতের পি পি অ্যাডভোকেট মিকাইল মোল্লা সহ অন্যান্য ব্লক ও অঞ্চল তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীরা।
এই অনুষ্ঠানে প্রায় কয়েক শত মানুষ কে চা দিয়ে আপ্যায়ন করা হয়।
এই অনুষ্ঠানে আগত তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকেই অভিনন্দন জানান।



