
রিপন,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা (হুসনা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার দরিদ্র ও কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সেলাই মেশিন প্রদান নারীদের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহী করা হচ্ছে, যা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষকে তার অবস্থান থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সরকারি সহযোগিতা তখনই সার্থক হবে, যখন উপকৃত ব্যক্তিরা তা কাজে লাগিয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনবেন।”
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিজ হাতে নির্বাচিত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।