
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যলয়ে অনুষ্ঠিত হল দূর্গা পূজার বিজয়া সম্মেলনীর মিলন উৎসব। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জি এম পি এবং তৃনমূল কংগ্রেস এর অপর সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাতগাছিয়া এবং বিষ্ণুপুর বিধান সভার অবজারভার এবং ক্যানিং পূর্বে র বিধায়ক জননেতা শওকত মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর পূর্ত ও পরিবহন মন্ত্রণালয়ের কর্মধক্ষ্য জাহাঙ্গীর খান ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য শ্রীমতী মনমোহিনী বিশ্বাস ও পশ্চিম বাংলা সরকারের পরিবহন মন্ত্রী ও বিষ্ণুপুর বিধান সভার সদস্য শ্রী দিলীপ কুমার মন্ডল ও বজবজ বিধান সভার সদস্য অশোক দেব এবং ডায়মন্ড হারবার এর বিধায়ক শ্রী পান্নালাল হালদার এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ও কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদিক লস্কর এবং ডায়মন্ড হারবার জেলা আদালতের বার কাউন্সিলের সভাপতি আবুল হাসানাত এবং মারুফ নেয়াজ সহ অন্যান্য তৃনমূল দলের নেতা ও কর্মীরা।
আজকের সভায় থেকে আহ্বান জানান যে আগামী 2026,শে পশ্চিম বাংলায় নির্বাচনে বিজেপি কে বিতাড়িত করে পশ্চিম বাংলার ক্ষমতায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে চাই।তাই এখন থাকতে বুথ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গন উন্নয়ন ও বিকাশের কর্মধারা তুলে ধরতে হবে আম আদমি কাছে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাত কে শক্তিশালী করতে সকল সহযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভার এমপি এবং তৃনমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি।
আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করতে সাহায্য করেছেন পশ্চিম বাংলার শিক্ষক সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও ডায়মন্ড হারবার এর তৃনমূল কংগ্রেস এর সভাপতি সামিম আহমেদ।