
রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি:-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, ১০ আগষ্ট ২০২৫ রোববার দিনাজপুর শহরের পৌরসভার ১১ নং ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সী এর পুত্র মোঃ রানা (৩৬)-এর বাড়ির সামনে তার বড় ভাই মোঃ আমিনুল ইসলাম (৪০)-কে তল্লাশী করলে, তার হাতে থাকা একটা প্লাস্টিকের বস্তায় ১৫ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩৬০ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার দেখানো হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (খ )১০(ক) ৪১ ধারায় মোঃ রানাকে পলাতক এবং মোঃ আমিনুল ইসলাম (৪০)-কে গ্রেফতার দেখিয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।