
মনমানসিকতা
মুহাঃ মোশাররফ হোসেন
অন্যের ভালো দেখে
যারা করে সমালোচনা,
তাদের মনে বহু সংসয়
সেটা তারা ভাবে না।
নিজের দোষ চাপা রেখে
অন্যের দোষে ব্যাস্ত!
নিজের দোষ লুকিয়ে
অন্যের ঘাড়ে করে ন্যাস্ত।
মনমানসিকতার বড় অভাব
হৃদয়টা এদের অন্ধ,
সমাজে মিথাকে সত্য করে
বাঁধায় শুধু দ্বন্দ।
গুরুজনের কয়ছে কথা
তোমাদের মনমানসিকতা যেমন,
কর্ম তুমি যেমন করবে
ফল পাবে তেমন।