
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে রবিবার বিকেল ৩ টায় দিকে যাদুরচর ইউনিয়নের কোমর ভাঙ্গী গ্ৰামে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শনিবার বাদ মাগরিব থেকে রৌমারী উপজেলার যাদুরচর বিএনপি কার্যালয়ে বেশ কয়েক জন পবিত্র কোরআনের হাফেজ বাদ এশা পযন্ত কোরআন খতম সম্পন্ন করেন। আজিজুর রহমান বলেন, তিনি ব্যক্তি জীবনে একজন ভাল মনের মানুষ এবং দেশ প্রেমিক ছিলেন। দেশনেত্রী হিসাবে দিনে সারা দেশে গ্রহণ যোগ্যতা অর্জন করে ছিলেন।
এসময় উপস্থিত সকলেই তার ব্যক্তি জীবনের প্রশংসা করে মহান সৃষ্টিকর্তার নিকট পরকালে তার বেহেশত নসিবের জন্য দোয়া মোনাজাত করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি’র প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান ।
সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী আক্তার ।
এসময় আরো উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য আবুল হাসেম, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য শরবেস আলী, যাদুরচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতিউর রহমান মতি, রৌমারী উপজেলা যুবদলের সদস্য ওলিদ বিন বকুল, যাদুরচর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, যাদুরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যাদুরচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লাল মিয়া, যাদুরচর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক মাখছুদা বেগমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ আহমেদ।



