
মোঃ বুলবুল হোসেন, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তরীপাড়া বাজারে ফুলকুড়ি কিন্টার গার্ডেন স্কুল প্রাঙ্গণ আজ সকালটা যেন একটু বেশি সবুজ হয়ে উঠেছিল। উপজেলার সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো এক উচ্ছ্বাসময় বৃক্ষরোপণ কর্মসূচি।
পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের গুরুত্ব বোঝাতে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বকুল, পেয়ারা, কাঁঠাল, আম, জলপাই, লেবু, শিউলিফুল, কাঁঠবাদাম ও চালতা—এই ৯ প্রজাতির দুই শতাধিক চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কাশেম, যিনি এ উদ্যোগকে বিদ্যালয়ের জন্য “একটি জীবন্ত পাঠশালা” বলে অভিহিত করেন। তিনি বলেন, শিশুরা শুধু বইয়ের পাতায় গাছের নাম শিখবে না, হাতে মাটি লাগিয়ে গাছকে বড় হতে দেখবে এটাই আমাদের আসল সাফল্য।
সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ বুলবুল হোসেন বলেন, আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়; ছোটদের মনে পরিবেশের প্রতি যত্ন আর দায়িত্ববোধের বীজ বুনে দেওয়া। আজ যারা চারা নিল, তারাই আগামী দিনের সবুজ সৈনিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও শেখ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক গৌর চন্দ্র, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক শুভ্র মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্থানীয়রা উদ্যোগটিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি শিশুদের মনেও রেখে যায় প্রকৃতির প্রতি মধুর বন্ধন।
সব মিলিয়ে, ফুলকুড়ি কিন্টার গার্ডেন স্কুলের আঙিনা আজ শুধু গাছেই ভরেনি ভরে উঠেছে আশার সবুজ আলোয়।



