
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন এর সতীঘাটা কামালপুর গ্রামের প্রবীণ সমাজসেবক জয়নাল গাজী (৭৮) ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সোমবার সকাল ১০টার দিকে হঠাৎ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসা দেন। তবে একই দিন রাত ১টা ৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার যোহর বাদ মরহুমের নামাজে জানাজা তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মাওলানা তৌফিক আহমেদ। জানাজায় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু মুসল্লী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



