
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
গোদাগাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ড থেকে যাকাত চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোসলেউদ্দীন নূরুলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লূতফর রহমান (প্রভাষক, ইংরেজি বিভাগ) এবং মুফতি মাওলানা সিবগাতুল্লাহ (পেশ ইমাম ও খতিব, গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স)।
অনুষ্ঠানে মোট ৬৫ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ৬,৫০০ টাকা করে মোট ৪,২২,৫০০ টাকার যাকাত চেক বিতরণ করা হয়।
অতিথিরা বলেন, সরকারি যাকাত ফান্ডের অর্থ প্রকৃত হকদারদের মাঝে সঠিকভাবে বিতরণের ফলে যাকাত দাতারা আস্থার সঙ্গে এই ফান্ডে অর্থ প্রদান করছেন। তারা যাকাত গ্রহীতাদের উদ্দেশে বলেন, এই অর্থ সঠিকভাবে বিনিয়োগ করলে ভবিষ্যতে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন এবং একদিন হয়তো এই দেশেও যাকাত গ্রহণের জন্য কেউ থাকবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মডেল কেয়ার টেকার আতাউর রহমান, জিসি মোঃ শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।