
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন পরিষদ চত্বরে ১৮৩টি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সচিব তাসলিমা আক্তার ও ডিলার বিকাশ রাহা। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ মনিরুজ্জামান, আনিসুর রহমান, সুমন কুমার, সুভাষ দাসসহ অন্যান্যরা।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ভোজগাতি ইউনিয়নে ১৮৩টি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৬৬০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ৫ কেজি চাল প্রদান করা হয়।
তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষদের জন্য অত্যন্ত সহায়ক, যা বাজার মূল্যের তুলনায় কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করছে।