Wednesday, August 13, 2025

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “অভিমানী”

Date:

Share post:

কবিতা

“অভিমানী”

মুহাঃ মোশাররফ হোসেন:

ভাবছি আমি একাই বসে, হচ্ছে কি সব আমার সাথে?

যাকে আমি চাইছি পেতে দূরে ঠেলে দিচ্ছি তাকে।

সে আমাকে কাছে টানে, আমি ও টানি মাঝে মাঝে।

আবার দিচ্ছি দূরে ঠেলে ,দু-জন দু-জনাকে।

ভাবছি কি যে চাইছি আর কি যে পাচ্ছি,

কিছুই আমি বুঝি নাতো!

স্বরুপ তোমার ভালো না খারাপ সেটাও মাথায় ঢুকছে নাতো!

রাগের কথা পাড়া জানে তুমি কি কিছুই শুনোনি?

রাগের মাথায় করি যে ভুল তাও কি তুমি বুঝোনি?

তবে কেনো এমন করে দিলে আমায় রাগিয়ে?

তাইতো তোমায় অমন করে দিলাম আমি ফিরিয়ে।

মিষ্টি কথায়, মিষ্টি ঝগড়ায়, রাগ যে আমায় কমেনা!

এতোদিনে তুমি বুঝি এটুকু ও আমায় চিনলে না?

রাগ কমেছে বুদ্ধি খুলেছে বসে আছি একেলা!

কখন তুমি আসবে ফিরে করছি আমি অপেক্ষা।

আসো ফিরে বসো কাছে, বলো; আছে যা তোমার মনে!

মিষ্টি হেসে রাগটা ভুলে নিবো’ তোমায় আপন করে।

ভাবছি আমি একাই বসে, হচ্ছে কি সব আমার সাথে?

যাকে আমি চাইছি পেতে দূরে ঠেলে দিচ্ছি তাকে।

সে আমাকে কাছে টানে, আমি ও টানি মাঝে মাঝে।

আবার দিচ্ছি দূরে ঠেলে ,দু-জন দু-জনাকে।

ভাবছি কি যে চাইছি আর কি যে পাচ্ছি,

কিছুই আমি বুঝি নাতো!

স্বরুপ তোমার ভালো না খারাপ সেটাও মাথায় ঢুকছে নাতো!

রাগের কথা পাড়া জানে তুমি কি কিছুই শুনোনি?

রাগের মাথায় করি যে ভুল তাও কি তুমি বুঝোনি?

তবে কেনো এমন করে দিলে আমায় রাগিয়ে?

তাইতো তোমায় অমন করে দিলাম আমি ফিরিয়ে।

মিষ্টি কথায়, মিষ্টি ঝগড়ায়, রাগ যে আমায় কমেনা!

এতোদিনে তুমি বুঝি এটুকু ও আমায় চিনলে না?

 

রাগ কমেছে বুদ্ধি খুলেছে বসে আছি একেলা!

কখন তুমি আসবে ফিরে করছি আমি অপেক্ষা।

আসো ফিরে বসো কাছে, বলো” আছে যা তোমার মনে!

মিষ্টি হেসে রাগটা ভুলে’ নিবো তোমায় আপন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে যুব দিবস উপলক্ষে সনদপত্র ও চেক বিতরণ

‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে যুব র‍্যালি,আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও...

নড়াইলে নারিকেল গাছ থেকে প’ড়ে কিশোরের মৃ’ত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদরে নারিকেল গাছে উঠে ডগা পরিস্কার করার সময় পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫)...

কুড়িগ্রাম সীমান্তে ৮২ কেজি গাঁ’জা জ’ব্দ

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (১২...

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন...