
আশিক, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
সকালে ইউএনও আফিয়া শারমিন তার দফতরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করছেন—এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তাদের দেখে ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, মোল্লা তারিকুল ইসলাম, উদয় সংকর বিশ্বাসসহ আওয়ামী লীগের নেতারা দফতর ত্যাগ করেন।
পরে আন্দোলনকারীদের চাপে ইউএনও আফিয়া শারমিনও দফতর ছেড়ে চলে যান। এ সময় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
বিকেলে বিএনপির উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার সামনে আয়োজিত পথসভায় বিএনপি নেতা ইমরান হোসেন, আলা উদ্দিন, আবু হানিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা ইউএনওকে আওয়ামী লীগের ‘দালাল’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবি জানান।
এদিকে, আগামী ১৩ ফেব্রুয়ারি ইউএনও দফতর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এ বিষয়ে জানতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশেষ নোট: টেকনোলজি সম্পর্কে জানতে