
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
“সুস্থ দেহ, সুস্থ মন—খেলাধুলা নিত্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নানা আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবল ও কামরুজ্জামান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন ও বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান টগর।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অফিসার আকরাম হোসেন খান বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা মেধাবী হয়ে গড়ে উঠবে এবং ভবিষ্যতের লক্ষ্য পূরণ করতে পারবে। এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী হতে হবে। এ লক্ষ্যে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা দরকার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কালিদাস চক্রবর্তী, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, জিয়াউর রহমান লিটন, ইউনুছ আলী, রহিমা খাতুন, শামীম হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়, যা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।