Thursday, November 6, 2025

বিদেশের মাটিতে আলো ছড়াচ্ছেন সুনামগঞ্জের মাহবুবুর রউফ নয়ন

Date:

Share post:

আবদুল কাদির জীবন:

যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন টিচার্স অভ ইংলিশ এজ এ্যা ফরেইন ল্যাঙ্গুয়েজ (আইএটিইএফএল) আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব ওভারশীজ শাখার কোঅর্ডিনেটর প্রভাষক মো: মাহবুবুর রউফ নয়নকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ সমাজের বিশিষ্টজনেররা। বুধবার (১ মে ২০২৪) এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন জ্ঞাপনকারী অন্যরা হলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল রেজাউল হাসান কয়েস লোদী, শাবিপ্রবির অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রাবিপ্রবির অধ্যাপক শায়লা আক্তার সুচী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, ব্যারিস্টার আরিফ আনোয়ার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, রোটারি জেলা গভর্নর প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এর সাধারণ সম্পাদক পিষুস পুরকায়স্থ টিটু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নভেল, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবতী, বিজয় সমাজ কল্যাণ সংস্থা এর সাধারণ সম্পাদক আহমেদ শিপন,প্রাইভেট স্কুল এসোসিয়েশন সাধারণ সম্পাদক শিশির সরকার সহ বিভিন্ন সুধীবৃন্দ।

আইএটিইএফএল কর্তৃক আয়োজিত ৫৭তম ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ইংলিশ টিচার্চ অভ বাংলাদেশ অভারসিজ শাখার কো—অর্ডিনেটর মাহবুবুর রউফ নয়ন যোগ দেন। নয়ন শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বাসিন্দা ও বরেণ্য শিক্ষাবিদ আবদুর রউফ ও জাহানারা রউফ (রত্নগর্ভা মা) এর পুত্র। গত ১৫ এপ্রিল স্থানীয় সময় সকাল ৯টায় তিনি সম্মেলনে অংশ নেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের ব্রাইটন শহরের কিংস্ রোডের ব্রাইটন সেন্টারে। অবজেক্টিভ ও বেনিফিটস্ অব ইটাব ল্যাঙ্গুয়েজ ক্লাব বাংলাদেশ বিষয়ে ১০ মিনিট বক্তব্য রেখেছেন তিনি।

জানা যায় বিশ্বের ১২০টি দেশের প্রায় ৪ হাজার ডেলিগেটর্স সম্মেলনে অংশ নিয়েছেন। অবজেক্টিভ ও বেনিফিটস্ অব ইটাব ল্যাঙ্গুয়েজ ক্লাব বাংলাদেশ বিষয়ে ১০ মিনিট বক্তব্য রাখেন নয়ন। বাংলাদেশের হয়ে তিনি ও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ড.সাইদুর রহমান ও এশিয়া পেসিপিক এর প্রফেসর ড. জাকিয়া আহমেদও এ সম্মেলনে অংশ নিয়েছেন।

মাহবুবুর রউফ নয়ন বলেন,আইএটিইএফএল কনফারেন্সে সর্বকনিস্ট
প্রেজেন্টার হয়ে বক্তব্য প্রদান ও বাংলাদেশের পতাকা প্রর্দশন করে অনেক ভালো লেগেছে। এই সংবাদ পেয়ে দেশ-বিদেশ থেকে যারা ভালোবাসা ও সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...

নড়াইলে সদরে ৭ লক্ষ টাকার ন”কল বীজ ধংশ ব্যবসায়ীকে  জ”রিমানা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় বিপুল পরিমাণ ভেজাল বীজ জব্দ ও ধংশ করা হয়েছে। এ ঘটনায়...

যশোরে মির্জা ফখরুল ইসলামের আগমনে মণিরামপুরে শুভেচ্ছা মিছিল-ও লিফলেট বিতরণ

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: ৬ই নভেম্বর, যশোর টাউনহল ময়দানে, সাবেক মন্ত্রী, ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত...

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আনন্দ মিছিল

রিপন বগুড়া প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হওয়ায় মঙ্গলবার...