Thursday, October 30, 2025

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী নেতার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স – সংবর্ধনা প্রদান

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

কালীগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব এর জ্যেষ্ঠ কন্যা জান্নাতুল হক বহ্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির অন্যতম সংগঠক সুপরিচিত ব্যবসায়ী এই নেতার জ্যেষ্ঠ কন্যার সাফল্যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মেয়ে জান্নাতুল হক বহ্নিকে সংবর্ধনা দেওয়া হয়। গত কাল রোবার রাত ৮ টার দিকে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নেতৃবৃন্দ মেধাবী এই শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার হাতে উপহার তুলে দেন।এসময় জান্নাতুল হক বহ্নি এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ দিয়ে বলেন,আমার আজকের এই সাফল্যের নেপথ্যে আমার বাবা জহুরুল হক বিপ্লব ও মা পৌষি রহমানের অনেক অবদান রয়েছে।আমি তাদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি । সকলে আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, জান্নাতুল হক বহ্নি নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমী থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভর্তি হন।ঐ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ৪.৭৯ পয়েন্ট এবং মানবিক বিভাগ থেকে

এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬৭পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পান। কালীগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল হক বহ্নির গর্বিত বাবা জহুরুল হক বিপ্লব আজকের এই আয়োজনের জন্য সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।এইক সাথে তিনি তার কন্যার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচিত পরিষদের সকল নেতৃবৃন্দ মিলে আমরা একটি পরিবারের মতো মিলেমিশে থাকি। এই সমিতির অন্যতম ব্যবসায়ী নেতা জহুরুল হক বিপ্লবের কন্যার এই সাফল্যে আমরা গর্বিত। পৌর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইল সদর থানায় অভিযোগ করায় পরদিন অভিযোগ কারীর বাড়িতে ককটেল বিস্ফোর

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে চাঁদা দাবি সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়েরের পরদিনই...

মগরাহাট পশ্চিমের নতুন ভারতের জাতীয় কংগ্রেস এর বি এল এ ওয়ান হলেন হাজী কামারউদ্দিন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: ভারতের একমাত্র বিরোধী দল ও ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস...

কালীগঞ্জে স্মরণসভায় মনোনয়ন প্রত্যাশী নেতারা এক মঞ্চে

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের এক মঞ্চে দেখা গেছে। দির্ঘদিন...

আধুনিক কৃষি প্রযুক্তিতে সফল ব্রি ধান-৯০  প্রশংসিত বি এম হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর পৌরসভা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমানের তত্ত্বাবধানে ব্রি ধান-৯০ জাতের নমুনা শস্য...