Tuesday, January 13, 2026

শ্যামপুরে বিষাক্ত মদ্য পানে ৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ২জন মাদক ব্যবসায়ী জয়নুল গ্রেফতার

Date:

Share post:

আবু শাহান সেলিম মিয়া, রংপুর। মাদকের অভয় অরণ্য রংপুরের শ্যামপুরে বিষাক্ত মদ্যপানে আলমগীর হোসেন, সোহেল মিয়া ও জিন্দার আলী নামের তিনজনের মৃত্যু মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে তদন্ত এসে কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আ-সা-মি জয়নুল কে ১০ বোতল বিষাক্ত মদসহ গ্রেফতার করে বদরগঞ্জ থানা পুলিশ ।
নিহত ৩ মাদক সেবীর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বিষাক্ত মদপানে বদরগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের কিশামত বসন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম ও রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দরের দর্জি আনিচুল ইসলাম এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে।
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা, সদর উপজেলা, মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী এই শ্যামপুর অঞ্চল। এই অঞ্চলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীরা নির্ভয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রবিবার রাতে শ্যামপুর হাট এলাকায় কিসামত বসন্তপুর নয়া পাড়া গ্রামের মৃত্যু আনারুলের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নুল এর নিকট থেকে বিষাক্ত মদ প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ক্রয় করে সেবন করেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, একই এলাকার পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া, রংপুর সদর উপজেলার চন্দনপাঠ ইউনিয়নের শ্যামপুর এলাকার সাহাপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে জিন্দার আলীসহ কয়েকজন মাদক সেবী। ওই রাতে আলমগীর , সোহেল, জিন্দার মৃত্যুবরণ করেন। অপর মাদক সেবী খাইরুল ও আনিসুল গোপনে চিকিৎসা ধীন রয়েছে। রংপুর জেলা সহকারী পুলিশ সুপার সঞ্জয়, বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান ও রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ আঃ গফুর ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এদিকে ঘটনাস্থলে এসে থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি একই এলাকার জায়নূল কে দশ বোতল বিষাক্ত মদসহ গ্রেফতার করে। গ্রামবাসীরা বলেন মাদকের ভায়াল থাবায় শ্যামপুর অঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। গ্রামবাসীদের দাবি করেন মাদকমুক্ত সমাজ চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আজ মাস্টারদা সূর্য সেন-এর ৯২তম প্র’য়াণ দিবস

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ অগ্নিযুগের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায় জুড়ে আছেন কিংবদন্তি, কালজয়ী অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেন। উপনিবেশিক...

কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলা সরকারের বি’রুদ্ধে মুসলিম বঞ্চনা প্রতি’বাদ ওয়েলফেয়ার পার্টির

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ঘোলার মোড়ে দক্ষিণ চব্বিশ পরগনা...

মোংলায় অপ’হৃত নারি উ’দ্ধার আ”টক ১

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: মোংলায় অপহৃত এক নরীকে উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে অপহরণকারী। আজ রোববার বিকেলে...

রৌমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে রবিবার বিকেল ৩ টায় দিকে...