হাদীসের বাণী আজ সত্য হয়ে আকাশ
ঘণকালো মেঘের গর্জনে ভাসছে,
চারিদিকে বিভৎস হা-হা কার
কানে যেনো যুদ্ধের আওয়াজ বাজছে।
হাদীসের বাণী অনুযায়ী
সময় আমাদের সামনে সীমিত,
ভেদাভেদ ভূলে কাঁধে কাঁধ রেখে
সকল মুসলিম হও জাগ্রত।
রাসুলের বাণী কোনোটাই মিথ্যা নয়
হয়ে যাচ্ছে সবই আজ সত্য,
বেঈমানদের বহু সৈন্য টপকায়ে
বহু মুসলিম উম্মাহর হয়েছে মৃত্যু।
রাসুলের বাণী বুকে ধরো
ঈমান আর বাহু করো শক্ত,
ধৈর্য্য দরো শহীদ হও পালিয়ে যেওনা
তবেই না হবে তোমরা রাসুলের ভক্ত।
রাসুলের বাণী হবেনা খন্ডন
গাযায় হিন্দ মহাযুদ্ধ সামনে আগত,
ছোট এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে
সামনে মহাযুদ্ধের জন্য হও জাগ্রত।
কাফির কিংবা বেঈমানদের সাথে যুদ্ধে
মুসলিমদের সৈন্য থাকবে নঘন্য,
ফাফির বেঈমান্দের অধিক সৈন্যরা
নঘন্য মুসলিমদের কাছে করিবে মান্য।
রাসুলের বাণী হবেনা মিথ্যা
মুসলিম সৈন্যেরা করিবেনা ভয়,
কিছু শহীদ, কিছু পালাবে আর
সামান্য সৈন্যতেই হবে জয়।