এবার বন্যার্তদের পাশে মাগুরার HSC-22 ব্যাচ তরুণ সুর নামের সংগঠন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 months ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ

অনাকাঙ্ক্ষিত বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য মাগুরা জেলার HSC-22 ব্যাচ এর “তরুণসুর” সংগঠনের আয়োজনে, মাগুরা জেলার বিভিন্ন জায়গা থেকে বন্যার্থদের জন্য গত রবিবার একদিনে ৩০ হাজার টাকার একটি ফান্ড কালেকশন করে তারা আস- সুন্নাহ ফাউন্ডেশন কে বিকাশ এর মাধ্যমে হস্তান্তর করেন ।

তরুণ সুর একটি সামাজিক ও সেবামূলক সংগঠন টি ভবিষ্যতে যেকোনো সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

তারা সব সময় ভালো কাজের সঙ্গে নিজেদের যুক্ত রাখার পাশাপাশি অন্যকেও ভালো কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা যুগিয়ে আসছে।

তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ড চালিয়ে যাবার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

error: Content is protected !!