শ্রীপুরে নারী প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধি: 

মাগুরা শ্রীপুর সদর ইউনিয়নের সাচিলাপুর গ্রামের নারী প্রতারকের বিরুদ্ধে ও মানববন্ধন করেছে গ্রামবাসী ।গ্রামবাসীর আয়োজন ৯ই জুন ২০২৩ শুক্রবার জুম্মার নামাজ শেষে সাচিলাপুর বাজারের স্কুল রোডে ,উপজেলার সাচিলাপুর গ্রামের অভিযুক্ত নারী চক্রের সদস্য সকিনা বেগম,লিজা খাতুন,জোসনা, জরিনা খাতুন ও তাদের সহযোগী আয়ুব হোসেনের বিরুদ্ধে বিচারের দাবিতে বহু মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

এ চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে প্রতারণার কাজ চালিয়ে আসছে, বিভিন্ন ব্যবসায়ী বা সরল মানুষদের কৌশলে কাছে ডেকে নগ্ন ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে,তাদের কাছ থেকে অর্থ আদায় করা সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ৩১ মে মাগুরা ডিবি পুলিশ এচক্রের ৩ সদস্যকে আটক করে ।

গ্রামবাসী সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত বক্তারা সাংবাদিকদের জানান – এসব অনৈতিক মেয়েদের অনৈতিক কর্মকাণ্ডের আমরা গ্ৰামবাসি অথিষ্ঠ অতএব সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই এদের যেন সঠিক বিচার হয় এবং সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ।

error: Content is protected !!