রৌমারীতে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢোকার সময় চোরাকারবারিকে আটক করলেন বিজিবি

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধ ভাবে ভারতে ঢুকলো এক বাংলাদেশী চোরাকারবারি। পরে খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের মেইন পিলার ১০৫৭ এস এর কাছে এ ঘটনা ঘটে।আটক চোরাকারবারি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত জয়নাল হকের ছেলে মোঃ নবাব মিয়া (৩৫)।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, চোরাকারবারি নবাব মিয়া কাঁটাতারের বেড়া কেটে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। পরে খবর পেয়ে বিজিবির একটি টহল টিম গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করে নিয়ে আসে। বিজিবি সুত্র আরও জানায়, আটক চোরাকারবারিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!