মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের সতীঘাটা পুরাতন বাজার আমতলায় তোলাগোলদারপাড়ার রাজমিস্ত্রি আজগার আলী (৫০) একই গ্রামের সফিয়ার রহমান (৬০) এর কাছে কাজের পাওনা টাকা চাইতে গেলে রাজমিস্ত্রি আজগর ও মালিক শফিয়ার রহমানের সাথে কাজের টাকা চাওয়া কে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ও হাতাহাতি এবং কিল ঘষাঘুষির ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে পাওনাদারের একটি ঘুষিতে মালিকের মাথা ফেটে যায়। এ ঘটনা দেখে বাজারের স্থানীয় জনগণ এবং রাজমিস্ত্রির ভাইপো খবির হোসেন শফিয়ার কে চিকিৎসা সেবা দেন। এ মারামারির ঘটনায় সফিয়ার রহমান কোতোয়ালি মডেল থানায় সংবাদ দেয়। তাৎক্ষণিক এই ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানার এস আই জয় ঘটনা স্থান পরিদর্শন করেন। ২৫ শে মে বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকার সময় সতীঘাটা পুরাতন বাজারের আমতলায় এই মারামারি ঘটনা ঘটে। জানাযায়, যশোরের রামনগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড তোলাগোলদার পাড়া শফিয়ার রহমান তার একটি নতুন বাড়ি নির্মাণ করেন, তার বাড়ি নির্মাণের কাজের দায়িত্ব নেয় একই গ্রামের রাজমিস্ত্রি আজগর আলী। তবে শফিয়ারের বাড়ি নির্মাণ কাজ শেষ হয়ে গেলে রাজমিস্ত্রি আজগর আলী কাজের ৫ হাজার পেতে যায়। এই ৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়ি নির্মাণের মালিক এবং রাজমিস্ত্রি দুই মধ্য হাতাহাতি এবং মারামারি ঘটনা ঘটে। তবে দুজনই মারপিটের শিকার হয়। কিন্তু রাজমিস্ত্রি তার ঘোষিতে বাড়ি নির্মাণ মালিকের কপাল ফেটে যায় এতে ক্ষিপ্ত হয়ে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন। এস আই জয় ভুক্তভোগী শফিয়ার রহমানের কাছে এ ঘটনা বিষয় জানতে তিনি বলেন, আমার কাছে রাজমিস্ত্রি বাকি ৫ হাজার টাকা পাইবে আমি রাজমিস্ত্রিকে ৩ হাজার টাকা দিতে গেলে সে টাকাটা নেয় না রাজমিস্ত্রি বলেন আমার পুরো টাকাটা দিয়ে দিতে হবে এই ঘটনার বিষয় রাজমিস্ত্রি আমাকে বেধড়ক মারপিট করে। তার ঘোষিত আমার কপাল ফেটে যায় এতে আমার মাথায় চারটে সেলাই দিতে হয়। এই ঘটনা শুনে থানা পুলিশ রাজমিস্ত্রি আজগর আলীর বাড়িতে যান। তাকে না পেয়ে তদন্ত করে ঘটনা স্থান ত্যাগ করেন। এদিকে মারপিটে জখমের শিকার শফিয়ার রহমান উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে যান। এবং তিনি বলেন এই ঘটনার বিষয় আমি থানায় অভিযোগ করবে বলে জানান। এই ঘটনার বিষয় রাজমিস্ত্রির স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্বামী আজগর আলী সফিয়ার এর বাড়ির নির্মাণের কাজ শেষ হওয়ার পর আমার স্বামী আজগার আলী ৫ হাজার টাকা পেতে যায়। বাড়ির নির্মাণের কাজ প্রায় দুই বছর শেষ হয়ে গেছে। আমি এবং আমার স্বামী বাকি টাকা চাইতে গেলে তিনি বিভিন্ন রকমের তালবাহানা করে এবং বলেন আজ দেবো কাল দেবো সামনের মাসে দেব ধান উঠলে দেব এভাবে অভিনব কায়দায় ঘোরাতে থাকে এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে সতীঘাটা পুরাতন বাজারে দুইজন একসাথে হলে রাজমিস্ত্রি আজগর আলী কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে এই মারামারি ঘটনা ঘটে বলে জানান। এদিকে রাজমিস্ত্রি মারামারি ঘটনায বাড়িতে পুলিশ যাওয়ায় কারণে সে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। মারামারির ঘটনা রাজমিস্ত্রি আজগারের পরিবারের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। এই মারামারি ঘটনায় এলাকাবাসী তদন্ত পূর্ব প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।