মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মনিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ মানব পাচার প্রতিরোধ পাচার বিরোধী সমন্বিত কর্মসূচি সুবিধা ভোগী দলের সাথে উঠান বৈঠক এবং ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায, গতকাল মঙ্গলবার সকালে ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গা গ্রামে মানব পাচার প্রতিরোধে এ উঠান বৈঠক ও ভিডিও শো অনুষ্ঠিত হয়। যশোরে মনিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৩০ থেকে ৩৫ জন নারী নিয়ে মানব পাচার প্রতিরোধ পাচার বিরোধী সমম্বিত সুবিধা ভোগী দলের সাথে উঠান বৈঠক ভিডিও শো অনুষ্ঠানে রাইট যশোর মনোসামাজিক কাউন্সিলর কর্মকর্তা শিউলি পারভিন বক্তব্য বলেন নিরাপদ সহায়তা চিকিৎসা সহায়তা মনোসামাজিক কাউন্সিলিং আইনী সহায়তা জীবন দক্ষতা,আয় বৃদ্ধিমূলক ও কারিগরি প্রশিক্ষণ সহায়তা, কর্মসংস্থা বা আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের সাথে সংযুক্তিতে সহায়তা, ঋণ পেতে যোগাযোগ স্থাপনের সহায়তা সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা পেতে সহায়তা মানব পাচার ট্রাইবুনালে অবস্থিত রেফারেল ডেস্ক তথ্য সহায়তা বিমানবন্দরে চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা নিরাপদে বিদেশ যাওয়ার সংক্রান্ত এবং সব ধরনের তথ্য সহায়তা। তিনি আরো বলেন আপনাদের সন্তান বা আত্মীয়-স্বজন যদি বিদেশে যেতে বা কোন দেশে পুলিশের হাতে আটক কোন সমস্যা থেকে থাকে তাহলে রাইটস যশোর এর সহায়তা আমরা সমাধান করে থাকি। মানব পাচার প্রতিরোধ পাচার বিরোধী কর্মসূচি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সাংবাদিকবিন্দসহ স্থানীয় নারী সদস্যরা ।