স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান,ভোটাধিকার- গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনজীবনের সংকট নিরসনে বাম বিকল্প গড়ার লক্ষ্যে বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল চারটায় যশোর প্রেসক্লাবে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা কমরেড শফিউর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান ও বাসদের জেলা আহ্বায়ক কমরেড শাহজান আলী।
বাম গণতান্ত্রিক জোটের কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন,ফ্যাসিবাদীবাদী দুঃশাসন হটায়ে ভোটাধিকার – গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরায়ে দিতে হবে। দূর্নীতি লুটপাটের বিচার করতে হবে। পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। জনজীবনের সংকট নিরসন করতে হবে। কোন বিদেশি শক্তি এই কাজ করে দেবে না। এটা করবে দেশের জনগণ। আর জনগনকে উদ্বুদ্ধ করে রাজপথে নামানোর দায়িত্ব বামপন্থীদের নিতে হবে। এটার বিকল্প নাই। তাই রাজধানী থেকে প্রত্যন্ত গ্রামে বাম গণতান্ত্রিক জোট কে নিয়ে যেতে হবে, জনজীবনের সংকটের পাশে দাঁড়াতে হবে।
সভায় আগামী ২০ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ডিসি অফিস চত্বরে ভৈরব নদ সংস্কার আন্দোলনের ডাকা অবস্থান কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করা হয় ।