যশোরে কানাইতলায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এর প্রতিবাদে সড়ক অবরোধ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর সদর উপজেলা রামনগর কানাইতলায় চোর সন্দেহে গণপিটুনিতে ০১ জন নিহত হওয়ার প্রতিবাদে নিহতের লাশ নিয়ে সাময়িকভাবে সড়ক অবরোধ সহ ওয়ার্কসপে ইটপাটকেল নিক্ষেপ করেন।

১১/০২/২০২৪ তারিখে ০৫.৩০—১০.০০ ঘটিকার মধ্যে যশোর জেলার সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কানাইতলাস্থ সালেহা মেটাল ইন্ডাস্ট্রিজ এর দক্ষিন পাশে আব্দুল্লাহ ওয়ার্কসপের মধ্যে চোর সন্দেহে (আটককৃত) ফয়জুল গাজী (২৭), পিতা-জালাল উদ্দিন গাজী, সাং-তোলা গোলদারপাড়া সতীঘাটা, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে আটক রেখে গণপিটুনি দিলে ভিকটিম যশোর সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১:৩৫ ঘটিকার সময় মারা যায়।

এই ঘটনায় পরবর্তীতে বিকাল ১৭.৫৫ ঘটিকার সময় উক্ত ভিকটিম এর লাশ ময়নাতদন্ত শেষে কবরস্থ করার জন্য তার নিজ এলাকায় নেওয়ার পথে আব্দুল্লাহ (workshop) গ্যারেজ সংলগ্ন যশোর-মনিরামপুর মহাসড়কের মধ্যে লাশ রেখে স্থানীয় এলাকাবাসী (৫০/৬০) সাময়িকভাবে সড়ক অবরোধ সহ তারা আব্দুল্লাহ ওয়ার্কসপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় রামনগর ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বর্তমানে নিহতের লাশ রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে নেয়া হয়েছে এবং এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ইউপি চেয়ারম্যান ও কোতয়ালী থানাপুলিশ স্থানীয় উত্তেজিত এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য ফয়জুল গাজীর বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় কোন অভিযোগ নেই মর্মে কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়।

error: Content is protected !!