মনিরামপুরে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে হুমায়ুন সুলতান সাদাব সমার্থকদের তোড়জোড়

লেখক: Rakib hossain
প্রকাশ: 12 months ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনের ঘোষিত তালিকায় যশোরের ৬ জন বর্তমান সংসদ সদস্যের মধ্যে ২ জন বর্তমান সাংসদ মনোনয়ন থেকে বাদ পড়েছেন।কিন্তু ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনের বর্তমান সাংসদ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে মনোনয়ন দেওয়ায় উপজেলার জনগণ ও স্থানীয় নেতাদের দাবির মুখে
মণিরামপুর সংসদীয় আসনের প্রার্থী হিসাবে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের সুযোগ্য সন্তান কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগ সদস্য হুমায়ুন সুলতান সাদাব স্বতন্ত্র নির্বাচন করতে পারেন।

আজ রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ বাজারে এ বিষয়ে কর্মী সমার্থকসহ স্থানীয় জনগণ পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক প্রভাষক আবুল হাসান , ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন,১১ নং চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমজেদ আলি খান সাবেক মেম্বার, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার, সাংবাদিক রাশেদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের সুযোগ্য সন্তান কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগ সদস্য হুমায়ুন সুলতান সাদাব-এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে বলেন, মণিরামপুর আসনের ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার আওয়ামী লীগের জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ চাইলে স্বতন্ত্র নির্বাচন করবেন।
এদিকে, যশোর ৫ মণিরামপুর আসনে প্রার্থী পরিবর্তন না হওয়ায় দলীয় কোন্দল চরম আকার ধারণ করেছে। এই আসনে স্বপন ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। গত কয়েকদিন যাবত এই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায় মতুয়া বান্ধব প্রার্থী নির্বাচনের জন্য নানা কর্মসূচি পালন করে আসছিল দলের বৃহৎ একটি গ্রুপ।
উল্লেখ্য যশোর জেলার ৬টি সংসদীয় আসনে যশোর-০১ আসনে শেখ আফিল উদ্দিন,যশোর-০২ আসনে ডাঃ তৌহিদুজ্জামান তুহিন, যশোর-০৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-০৪ আসনেএনামুল হক বাবুল, যশোর-০৫ আসনে স্বপন ভট্টাচার্য ও যশোর-০৬ আসনে শাহীন চাকলাদারকে নির্বাচিত করা হয়েছে।

error: Content is protected !!