মণিরামপুর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সোহেল রানাঃ

“বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুর পরিবেশের ভারসাম্যা রক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় মণিরামপুর উপজেলার কদমবাড়ীয়া দাখিল মাদ্রাসার হলরুমে বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে ও বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছার এস,কে ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রসার সহ সুপার মোঃ আসাদুল্লাহ, সহকারী শিক্ষক মিজানুর রহমান,রাকিব হোসেন, আব্দুল মজিদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ৩শ’ পিস বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিতরণ, ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়।

পরে জনকল্যাণ কাজে অবদানের জন্য মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব,বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট এবং প্রধান অতিথির পক্ষ থেকে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল গাফফার, আতাউল গনিকে কাবা ও মদিনা শরিফ সম্বলিত সম্মাননা প্রদান করা হয়।

error: Content is protected !!