নূরুল হক,মণিরামপুর প্রতিনিধি:
‘ভাল ফলাফল অর্জনে নিয়মিত পাঠ গ্রহণের কোন বিকল্প নেই। পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাল অর্জন করা সম্ভব। পরিশ্রম দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। যদি লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। সুতরাং প্রতিটি শিক্ষার্থীকে পরিশ্রম ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করতে হবে।’
ঐতিহ্যবাহি মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দার-আগমাী দিন শুধু সম্ভবনার’-এ শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ম্যানেজিং কমিটির সভাপতি ও মণিরামপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শেখ হাসিনা সরকার ধারাবাহিক ভাবে দেশের প্রত্যেকটি বিদ্যালয়কে আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করে দিবে। ইতোমধ্যে প্রতিটি উপজেলায় অনেক ভবন নির্মান কাজ শেষ হয়েছে। পরিকল্পনা মাফিক শিক্ষা, পরিবেশ ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। আগামিতে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সকলেই ঐক্যবদ্ধ ভাবে তাঁর পাশে থেকে আবারও নৌকােেক বিজয়ী করতে হবে।’
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।
মণিরামপুর সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ আহম্মেদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য প্রধান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ^জিৎ মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল,
আওয়ামীলীগনেতা অসিত মজুমদার রাম, কৃষিবিদ মোজাম্মেল হোসেন মেইল, তপন বিশ্বাস পবন, ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন, নজরুল ইসলাম খান, তপন মজুমদার, অধ্যক্ষ তাপস কুন্ডু, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, সুমন দাস, গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র, অপেলা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।