ভারতের দক্ষিণে ভারতের জাতীয় কংগ্রেসের ঝড়, উড়ে যেতে চলেছে পদ্ম

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

ভারতের দক্ষিণে ভারতের জাতীয় কংগ্রেসের ঝড়, উড়ে যেতে চলেছে পদ্ম

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ ভারতের দক্ষিণ রাজ্যের কর্নাটক বিধান সভার নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। আজ সকালে যখন ভোটের বাক্স খোলা হয় ঠিক তখন থেকেই শুরু হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের ঝড়। এই নিউজ দেওয়া পযন্ত শেষ খবর অনুসারে ২২৪,টি, আসন বিধান সভার মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে মোট ১১৫,টি, আসনে, এবং বিজেপি এগিয়ে রয়েছে ৮৪,টি, আসনে। এবং জে ডি এস এগিয়ে রয়েছে ২৬,টি, আসনে। অন্যান্য দল এগিয়ে রয়েছে ২,টি, আসনে। সবকিছু ঠিক থাকলে এবং ভারতের জাতীয় কংগ্রেস যদি ১১৩,টি, বিধান সভা জিতে নেয় তাহলে দক্ষিণ ভারতের এই রাজ্যের ক্ষমতা দখল করতে পারে ভারতের জাতীয় কংগ্রেস। যদি তেমন না হয় তাহলে তার মিত্র দল জে ডি এস কে সাথে নিয়ে গঠিত করতে পারে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার। এই রাজ্যের ক্ষমতা দখল করতে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এবং রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ভারতের লোকসভার বিরোধী দলের অধীর রঞ্জন চৌধুরী এবং দক্ষিণ ভারতের তাবড় তাবড় নেতা প্রথম থেকেই আদা জল খেয়ে মাঠে নামেন।

অন্যদিকে এই রাজ্যের ক্ষমতা দখল করতে এবং ফের ক্ষমতা ফেরাতে বিজেপি দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ সহ দিল্লি র বড় ছোট নেতারা মাঠে নামেন। কিন্তু আজ যখন ভোটের বাক্স খোলা হয় তখন থেকেই এগিয়ে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের। তবে এই দক্ষিণ ভারতের ক্ষমতা দখল করতে এগিয়ে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে। এবং সরকার গড়তে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে। আজকের কর্নাটক বিধান সভার ফলাফল প্রকাশ হতে না হতেই কর্নাটক রাজ্যের মানুষের আগামী শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

error: Content is protected !!