রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
মছদ্দর আলী প্রকৃত মুক্তিযোদ্ধা হলে ও নেই কোন তালিকায় নাম বগুড়ায় গুলিবিদ্ধ সোকেন মানবতার জীবন যাপন করছে দেখার কেউ নেই ভাঙা পা নিয়েই অটো ভ্যান চালাচ্ছেন রাশেদ শার্শায় নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার ইসলামপুরে শিবিরের সুধী ও জননশক্তি সমাবেশ অনুষ্ঠিত  একটি গাভীর তিনটি বাছুরের জন্ম কুরআনের আইন ছাড়া মানুষের শান্তি হবে না রৌমারীতে ওলামা-মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হবিগঞ্জের আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত রাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ যশোরে কুয়াদায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত হবিগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় ২জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩ তম মৃত্যুবার্ষিকী পালিত যশোরের রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ঝিকরগাছায় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা ফুলবাড়ীতে শহীদি মার্চ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৩তম মৃত্যু বার্ষিকী আজ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে রামগজ্ঞের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাটগ্রামে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন রৌমারীতে সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক যশোরের পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে চাষিরা নড়াইলে কালিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২  সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার” নড়াইলে সড়কও জনপদ বিভাগের আওতায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ দেশের মানুষ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে- এড. শহীদ মোহম্মদ ইকবাল হোসেন আজ সাতসকালে ছত্তিশগড়ে গভীর জঙ্গলে সি আর পি এফের গুলিতে খতম ৯ মাওবাদী দেশের আইনশৃঙ্খলার রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি

বাবুই পাখি

উপজেলা / জেলা-প্রতিনিধি / ৪৫ বার পড়া হয়েছে
সময় রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

মোঃ বুলবুল হোসেন:

আমাদের আঙিনায় বাবুই পাখির বাসা । বাসাটি বেশ বহুদিন তা প্রায় দু’ই বৎসর যদিও এরা আমার নিজের পোষা কোন পাখী নয়। তবুও আমার কাছে মনে হতো এরা যেনা আমার পোষ্য পাখী এরা আমাদেরই আপনজন। এদের দেখলে মনের মাঝে একটা আনন্দ অনুভব হতো। খেতে দিলে আমার হাতে এসে খাবার খেতো।

সব সময় একেবারে কাছাকাছি থাকে । আনাগোনা করে আমাকে দেখে কখনো ভয় পায় না। সে কখনো সরে যায় না, ইদানিং কিছুদিন হলো ওদের সংসারে দুটি ফুটফুটে বাচ্চা হয়েছে । বেশ চমৎকার লাগে পুরুষ বাবুই ও তার সাথী মিলে প্রায় সময়ই বাহির থেকে ভিবিন্ন খাবার এনে তাদের বাচ্চাদের খাওয়ায় ।আমি সকাল,দুপুর বিকাল আমার বাড়ি রাঙিন বসে দেখি যা আমায় মুগ্ধ করে। ওদের গানের সুরে আমার ঘুম ভেঙ্গে যায়। গত কাল আমি বাহিরে গিয়ে ছিলাম। বাড়ী ফিরেই নারিকেল গাছের দিকে তাকাই দেখি বাবুই পাখি দুটি ব্যাপক চেঁচামিচি অনুভবে তাদের কান্নার আওয়াজ শুনতে পাই।

সেই কি কান্না যে কোন মা তার বাচ্চাকে কোল থেকে হারিয়েছে অথবা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে । তাদের কান্নায় আকাশ ভারী হয়ে গিয়েছে। তার পর নারিকেল গাছের গোড়ায় গিয়ে দেখি। সত্যিই তার বাসা থেকে কে যেন তাদের বুকের ধন ছিনিয়ে নিয়েছে । যা দেখে আমি ব্যাপক কষ্ট পেলাম এবং ভাবতে লাগলাম। কে এমন কাজ করতে পারে । তারপর হঠাৎ আমার খেয়াল হলো আমার পাশের বাড়ীর এক দুষ্ট ছেলে আমাকে বেশ কয়েকদিন আমাকে বলেছে । আমাকে বাচ্চা দুটো দিবেন আমি নিবো। তাকে আমি অনেক দিন বুঝিয়েছি । আর বলেছি বাবা এটা দেওয়া যাবে না। তোর মার কাছ থেকে তোকে কেউ যদি ছিনতাই করে নিয়ে যায়। তোর কেমন লাগবে, তোর মা বাবার’ই কেমন লগবে একটু ভাবতো । আমার কথা শুনে সে কিছু দিন থেমে ছিল। এগুলো তুই নিস না বাবা এগুলো নিলে আল্লাহ অনেক পাপ দেয়।

আমার সন্দেহ হতে লাগলো। সে হয়তো এই কাজ করতে পারে, তার নেশা ছিল পাখির বাচ্চা ধরে পালন করা। পরে বহুখোঁজাখুঁজির পর সন্ধান পেলাম সেই ছেলের। আর কাজটি এই ছেলে করেছে। সেই ছেলেটিকে বুঝিয়ে সুঝিয়ে বলার পর তার কাছ থেকে বাবুই পাখির বাচ্চা নিয়ে আসি । সেই বাবুই ছানা বাবুই পাখির বাসায় ফিরিয়ে দেই । মুহুর্তের মধ্যেই বাবুই পাখির কান্না থেমে আনন্দে রুপ নিলে । বাচ্চা দুটি কে পেয়ে বাবুই পাখি দুটি একদম শান্ত হয়ে গেল। আমিও খুশী হলাম তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দিতে পেরে ।

পশু পাখী,মানুষ যাই হোক সন্তান হারানোর কি বেদনা তা একমাত্র সেই বাবা মা জানে, যারা সন্তান হারিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একাধিক নিউজ
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!