পুলিশের বাঁধা উপেক্ষা করে কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে খ- খ- মিছিল এসে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে জড়ো হয়। পরে সেখান থেকে এক বিশাল র‌্যালী শহর প্রদক্ষিণ করার সময় পুলিশ এসে বাঁধা দেয়। এ সময় র‌্যালী সংক্ষিপ্ত করে শহরের ফলয়াস্থ লাটা স্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জেলা প্রজন্ম দলের নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বাবলুসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। আওয়ামী লীগের পাতানো খেলায় বিএনপি আর পা দিবে না। তিনি আরো বলেন, বিএনপিকে বাদ দিয়ে বাংলার মাটিতে আর কোন নির্বাচন হবে না। আলাচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অপরদিকে সাবেক এমপি আলহাজ,এম শহিদুজ্জামান বেল্টু গ্রুপ পৃথকভাবে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। সেখানও দলীয় নেতৃবৃন্দ পুলিশী বাঁধার সম্মুখীন হন।

error: Content is protected !!