নড়াইল পিরোলী গ্রামের আজাদ হত্যা মামলার আসামিরা জামিন পাওয়ায় এলাকায় আবারও আতঙ্ক 

লেখক: Champa Biswas
প্রকাশ: 7 months ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল কালিয়া উপজেলার পেরোলী গ্রামের যুবলীগ নেতা আজাদ শেখ হত্যা মামলার আসামিরা জামিন লাভ করায় ফের এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।

১৫ এপ্রিল সোমবার দুপুরে এ হত্যাকান্ডের আসামী রা হঠাৎ করে বর্তমান ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে তাদের গ্রুপের কয়েকশত লোক নিয়ে নিজ নিজ বাড়ি ফেরার আকুতি নিয়ে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে উপস্থিত হন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সমবেত জামিন প্রাপ্ত আসামীরা জানায়, নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের ইউনিয়ন যুবলীগ সদস্য আজাদ শেখ খুলনা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হয়।

সেই ঘটনার পর থেকে আসামিরা দির্ঘ ৯ মাস পরিবার পরিজনসহ আত্নীয় বাড়ি পথেপথে যেখানে সেখানে চরম মানবেতর দিন পার করছে বলে সাংবাদিক দের জানান তারা। এ অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি নিয়ে ১৫এপ্রিল (সোমবার) দুপুরে ভুক্তভোগীরা পুলিশ সুপারের কার্যালয়ে ধর্না দেয় আসামী পক্ষ ও তাদের লোকজন। এসময় তারা পুলিশ সুপারের কার্যালয়ে এসে বাড়ি ফিরতে চাই বলে বরাবর জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত আবেদন করেন।

সাংবাদিকরা পুলিশ সুপারের মোঃ মেহেদী হাসানের দপ্তরে গিয়ে এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।

তবে এবিষয়ে যুবলীগ নেতা আজাদের পরিবার ও তার আত্নীয় সজন আসামী দের এমন কৌশল কে ভিন্নভাবে দেখছেন। তাদের আত্নীয় স্বজনদের ধারনা আসামী রা আবারও কোন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বা পূনরায় আবারও কোন হামলার ঘটনা ঘটাতে ঐক্যবদ্ধ হয়ে জেলা পুলিশ সুপারের কাছে এই আবেদন করেছেন। যাতে করে বাদীপক্ষ কে চাপ দিয়ে মামলা থেকে রেহাই পেতে পারে।

error: Content is protected !!