দুর্যোগের চাউল বন্টনে কাউন্সিলর বাবুলালের স্বজনপ্রীতি

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

মনিরামপুর স্টাফ রিপোর্টার:

যশোরের মনিরামপুরে মে মাসের ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৭০০ পরিবারপ্রতি ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। মণিরামপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ২০ কেজি করে ১১ জন ক্ষতিগ্রস্তকে চাল বরাদ্দ দিয়েছে।মনিরামপুর তিন নাম্বার ওয়ার্ডে এই চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে কাউন্সিলর বাবুলাল চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত দের চাউল না দিয়ে কাউন্সিলর তার আপন দুই চাচাতো ভাইকে চাউল দিয়েছেন। জানা যায়, কৃষ্ণপদ চৌধুরী ও স্বন্দীপ চৌধুরী কাউন্সিলর বাবুলাল চৌধুরীর আপন চাচাতো ভাই।তাদের দুইজনই পেয়েছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত চাউল তথচ তারা কেউই ক্ষতিগ্রস্ত হয়নি।এদিকে একই ওয়ার্ডে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ছেড়া ফাটা দুই টিনের নিচে বসবাস করা আব্দুল মজিদ পায়নি এই বরাদ্দ।

এবিষয়ে কাউন্সিলর বাবুলাল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , কৃষ্ণপদ চৌধুরী আমার আপন চাচাতো ভাই হলেও সে পাগলা মতো তাই তাকে দেওয়া হয়েছে।এগারো জনকেই সঠিক ভাবে দেওয়া হয়েছে।

এবিষয়ে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান বলেন, আমি সকল কাউন্সিলর কে চাউল বন্টন করে দিয়েছি।

এই বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

error: Content is protected !!