দহগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষুসেবা দিচ্ছে বেসরকারী সংস্থা

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

দারিদ্র্যের কারণে কেউ আর অন্ধ থাকবে না’- এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষুসেবা দিচ্ছে একটি বেসরকারী মানবিক সাহায্য সংস্থা।

রোববার (০২ জুন) সকালে এ সংস্থার আই কেয়ার প্রোগ্রামের আয়োজনে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় তিনদিন ব্যাপী চক্ষু পরীক্ষা সেবা প্রদানের উদ্বোধন করা হয়।

দি ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির অর্থায়নে দহগ্রামের বঙ্গেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।

এ সময় মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ও দি ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও রংপুরের সেফ হাসপাতালের চক্ষু চিকিৎসক এবং বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী আয়োজনের প্রথম দিনে দহগ্রামের বঙ্গেরবাড়ী ও আরাজি খড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ ৩৯৩ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এ সময় ১৯ জনকে প্রয়োজনীয় চশমা ও ৪৪ জনকে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।

দারিদ্র্যের কারণে কেউ আর অন্ধ থাকবে না’- এ প্রত্যয়ে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে দেশের প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের অন্ধত্ব দূরীকরণে বিনামূল্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চোখের নানা রোগ সনাক্ত ও চিকিৎসাসেবা দিয়ে আসছে বলে সংশ্লিষ্টরা জানায়।

পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে বিনামূল্যে চক্ষুসেবা দিচ্ছে বেসরকারী মানবিক সাহায্য সংস্থা কর্মকর্তা ।

error: Content is protected !!