এস,কে বাপ্পি,খুলনা ব্যুরো:
ডুমুরিয়ায় শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।১লা জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় শ্রেণীকক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সহকারী শিক্ষক কার্ত্তিক চন্দ্র দাস জানান, ঘটনার দিন দুপুরে বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ক্লাস চলাকালীন তুলি মল্লিক নামে এক ছাত্রী হঠাৎ হাত পা কাঁপুনি ও শ্বাসকষ্ট দেখা দিয়ে অসুস্থ হয়ে পড়েন। এর পর পরই দশম শ্রেণীর মঞ্জুরা খাতুন, মোহনা খাতুন,হাবিবা খাতুন,ছুম্মা খাতুন,সোহানা খাতুন,অষ্টম শ্রেণীর প্রত্যাশা সরকার,ষষ্ঠ শ্রেণীর তমা খাতুন,আছিয়া খাতুন সহ ২২জন ছাত্রী একই কায়দায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিভাবকদের খবর দেয়া হয়।এ প্রসঙ্গে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইরিনা বলেন,প্রচন্ড তাবদাহে এ সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া মানসিক সমস্যায়ও এ ধরনের লক্ষণ দেখা দেয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, বিষয়টি জানার পর অসুস্থ ছাত্রীদের খোঁজ খবর নিয়েছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।