ডুমুরিয়ায় পাট চাষীদের এক দিনের প্রশিক্ষণ সম্পন্ন

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ

সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এবারের প্রতিপাদ্যে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের বাস্তবায়নে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে খুলনার ডুমুরিয়ার চাষীদের এক দিনের প্রশিক্ষণ  সম্পন্ন হয়েছে। এতে উপজেলার ১৪ ইউনিয়নের সর্বোমোট ১’শ জন আদর্শ পাট চাষী অংশ গ্রহন করেন।

রবিবার সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাট চাষীদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন, খুলনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা,  বাসুদেব হালদার,  খুলনা পাট পরিদর্শক মোঃ মুজিবুর রহমান, ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা  নিলয় মল্লিক।

প্রশিক্ষণে সল্প খরচে গুনগত মানসম্পন্ন ভালো জাতের পাট বীজ, সার সংগ্রহ করার বিষয়ে ও দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের পাট চাষ সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

error: Content is protected !!