ঝিকরগাছায় মধ্যবৃত্ত ৬০ পরিবার পেলো অর্ধেক দামে ঈদ উপহার সামগ্রী 

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

সোহেল রানাঃ

যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যবৃত্ত পরিবারের মাঝে অর্ধেক দামে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৪টায় বর্ণিল সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় ঝিকরগাছার নারাঙ্গালী ঈদগাহ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখান থেকে এক কেজি আলু ২২টাকা, এক কেজি পেঁয়াজ ২৭টাকা, চিনি ৫শ’ গ্রাম ৪০ টাকা, সয়াবিন তেল ১লিটার ৮০টাকা, সেমাই ৫শ’ গ্রাম ৪০টাকা, নুডুলস ১প্যাকেট ১২টাকায় সুবিধা পেয়েছে ৬০জন মধ্যবৃত্ত আয়ের পরিবারগুলো।

ঝিকরগাছার এস,কে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে এবং সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসারা ইউনিয়নের মহিলা সদস্য হাসনাহেনা, নারাঙ্গালী গ্রামের কৃতী সন্তান আব্দুর রউফ, সেবা সংগঠনের কার্যনির্বাহী সদস্য আশিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

error: Content is protected !!