ঝাঁপা মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর পশ্চিম পার্শে রাস্তার বেহালদশা, জন সাধারণের চলাচলে চরম দুর্ভোগ, এলাকাবাসির তীব্র ক্ষোভ

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন, ডেস্ক রিপোর্টঃ 

মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর পশ্চিম পার্শে রাস্তার বেহালদশা, সামান্য বর্ষার পানিতে রাস্তায় পানি বেঁধে রাস্তা পিছিল হয়ে যায়’ জনগন রাস্তায় চলতে খুব ভুগান্তি পাচ্ছে। মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর সাবেক সভাপতি মোঃ মেহেদি হাসান (টুটুল) এবং বর্তমান সভাপতি শ্রী দিলিপ কুমার জানান, যে নেতার কাছে যায় শুধু আশার আলো দেখায়, সেই আশায় আমরা শুধুই নিরাশা হই, কোন সমাধান হয়না। যে যখন আশে শুধুই আশা দিয়েই যায় সেই আশায় ঝাঁপার জনগন বুক ভাশাই, কিন্তু রাস্তাঘাটের কোন উন্নতি হয়না। মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর সাবেক সভাপতি মোঃ মেহেদি হাসান (টুটুল)এবং বর্তমান সভাপতি শ্রী দিলিপ কুমার খুব কষ্টের সাথে বলেন আমরা শুধু আশা নিয়েই আছি, কোন ফল না পেয়ে আমরা আজ জনগনের নিজস্বার্থায়নে পবিত্র ইদুল আযহাকে সামনে নিয়ে এই রাস্তাটুকু মেরামত করছি যাতে করে ইদের সময় জনগনের চলাচল করতে যাতে সমাস্যা না হয়। ঝাঁপার উপস্থিত জনগন বলেন, আমরা উর্ধতন মহলের কাছে মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর পশ্চিম পার্শের রাস্তাসহ ঝাঁপার গ্রামের অবহেলিত সকল রাস্তাঘাট সংস্কার করার জোর দাবি জানান।
error: Content is protected !!