জামাআতে ইসলামী বাংলাদেশ এর আলোচনা সভা ও কর্মী সমাবেশ

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

এম এ সাত্তার,  ঝাপা প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৩০ আগস্ট ২০২৪ ইং রোজ শুক্রবার মাগরিব নামাজ বাদ ঝাঁপা মুক্তিযুদ্ধ ভাসমান সেতুর পশ্চিম পাশে কেন্দ্রীয় জামে মসজিদে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠান ৯নং ঝাঁপা ইউনিয়নের আমীর মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিতে এবং মাস্টার আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী বাংলাদেশের মনিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আহমমাদুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ঝাঁপা ইউনিয়নের আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, উপস্থিত ছিলেন ৯নং ঝাঁপা ইউনিয়নের সেক্রেটারি মোঃ মকবুল হোসেন, ৯নং ঝাঁপা ইউনিয়নের টিম সদস্য মাওলানা রবিউল ইসলাম, টিম সদস্য মাওলানা নুরুল হক, টিম সদস্য ২নং ওয়ার্ডের মেম্বর মোঃ আবু মুছাসহ আরো অন্যান্য উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধা অতিথি কুরআন ও হাদীসের আলোকে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনায় বলেন জামাআতের সংবিধান সকল ক্ষমতার উৎস আল্লাহ তার বাইরে কেউ নয়। আর এই সংবিধান পরিবর্তনের জন্য শৈরচারী সরকার খুব চেষ্টা করেছেন এমনকি বিনাঅপরাধে একাধিক আমাদের আলেম উলামা এবং নেতাদের অন্যায় ভাবে হত্যা করেছেন তার পরেও এই জামাআতে ইসলামী বাংলাদেশ কোনো প্রকার আপোষ করেননি।

আলোচনা শেষে এশার নামাজ আদায় করে বৈশম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহু তাআলার নিকট দোয়া চেয়ে মোনাজাত করেন।

error: Content is protected !!