কালীগঞ্জের মোক্তারপুরে একরাতে ৮ গরু চুরি, পিক-আপসহ দুই চোর আটক

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

আরিফা হক  (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের কালিহাসি গ্রামে গাড়ী ও গরুসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে।

সরেজমিনে জানা যায়- ওই গ্রামের সুলতান উদ্দিনের ছেলে ওমর ফারুক (৪০) বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত গরুর গোয়াল পাহাড়া দিয়ে ঘুমাতে যান। পরে ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালে গরু নেই। তিনি বেদিশা হয়ে এদিক সেদিক দৌড়-ঝাপ করে বাড়ির পাশ^বর্তী রাস্তায় দুটি সন্দেহ জনক পিকাপ গাড়ি দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে একটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় এবং দুই ব্যক্তিসহ অপর গাড়িটি তিনি আটক করেন স্থানীয় লোকজনের সহায়তায়। পরে আটককৃত ওই গাড়ি থেকে দুটি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি আটক করা হয় দুই ব্যক্তিকে। যাদের নাম যথাক্রমে বিল্লাল ও ফাইজুর।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের এসআই মনিরের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃত পিকআপ গাড়ি ও দুই ব্যক্তিকে থানায় নিয়ে যান।

ওমর ফারুক এ প্রতিবেদককে জানান- বৃহস্পতিবার রাতে তার গোয়াল থেকে ৭টি গরুসহ পাশ^বর্তী আরেকজনের ১টি গরু চুরি যায়। তিনি তার চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য কালীগঞ্জ থানা পুলিশের নিকট জোর দাবি জানান।

পুলিশ জানায় যে গরু দুটি উদ্ধার করা হয়েছে, সেগুলো ওমর ফারুকের নয়। ওগুলোর দাবিদার গাজীপুর সদর উপজেলার গিলা গাছিয়া গ্রামের খন্দকার মজিবুৃর রহমান। এ বিষয়ে গাজীপুর সদর থানায় একই গ্রামের সাইফুলের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও বাবুলের ছেলে ফাইজুর (২৫) এর নামে গরু চুরির মামলা হয়। যার নং- ০৮, তাং- ১২/০৭/২৪ ইং। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নির্শ্চিত করেছেন।

error: Content is protected !!