কালীগঞ্জে পরিবেশক সমিতিতে সাধারন  সম্পাদকের টিভি প্রদান 

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 3 days ago

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতিতে সদস্যদের বিনোদনের
জন্য ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন প্রদান করেছেন সংগঠনটির সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এবং  সাংবাদিক শিপলু জামান ।
শনিবার বেলা ১২ টার দিকে শহরের মেইন বাসস্টান্ডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক মিটিং শেষে এ টেলিভিশন প্রদান করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি এ এইচ এম আলীম , সহ সভাপতি আজম হোসেন , সহ সাধারন সম্পাদক আল- আলিন , সাংগাঠনিক সম্পাদক সোহেল রানা , কোষাধক্ষ মিলন দত্ত , মারুফ বিল্লাহ প্রমুখ ।
পরিবশেক সমিতির সাপ্তাহিক মিটিং শেষে সংগঠনটির সভাপতি এ এইচ এম আব্দুল আলিম জানান , উপজেলা পরিবেশক সমিতির সব ব্যবসায়ীদের জন্য আমাদের সংগঠন কাজ করছে । এ কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও
অব্যাহত থাকবে ।
এ সময় তিনি সংগঠনটির সাধারন সম্পাদক শিপলু জামানকে ধন্যবাদ জানিয়ে বলেন , সদস্যদের বিনোদনের জন্য শিপলু জামানের টেলিভিশ প্রদান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।
কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারন সম্পাদক শিপলু জামান তার প্রতিক্রিয়ায়জানান , আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি সদস্যদের ব্যাবসায়ী সুবিধা অসুবিধার ব্যাপারে দেখভাল করার ।
সে ধারাবাহিকতায় আজ সংগঠের অফিসে একটি টেলিভিশন প্রদান করলাম । তাছাড়া অফিসে  সদস্যদের বসার জন্য উন্নতমানের চেয়ারের ব্যবস্থা করবো শিঘ্রই ।
error: Content is protected !!