প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
কালীগঞ্জে পরিবেশক সমিতিতে সাধারন সম্পাদকের টিভি প্রদান
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতিতে সদস্যদের বিনোদনের
জন্য ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন প্রদান করেছেন সংগঠনটির সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এবং সাংবাদিক শিপলু জামান ।
শনিবার বেলা ১২ টার দিকে শহরের মেইন বাসস্টান্ডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক মিটিং শেষে এ টেলিভিশন প্রদান করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি এ এইচ এম আলীম , সহ সভাপতি আজম হোসেন , সহ সাধারন সম্পাদক আল- আলিন , সাংগাঠনিক সম্পাদক সোহেল রানা , কোষাধক্ষ মিলন দত্ত , মারুফ বিল্লাহ প্রমুখ ।
পরিবশেক সমিতির সাপ্তাহিক মিটিং শেষে সংগঠনটির সভাপতি এ এইচ এম আব্দুল আলিম জানান , উপজেলা পরিবেশক সমিতির সব ব্যবসায়ীদের জন্য আমাদের সংগঠন কাজ করছে । এ কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও
অব্যাহত থাকবে ।
এ সময় তিনি সংগঠনটির সাধারন সম্পাদক শিপলু জামানকে ধন্যবাদ জানিয়ে বলেন , সদস্যদের বিনোদনের জন্য শিপলু জামানের টেলিভিশ প্রদান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।
কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারন সম্পাদক শিপলু জামান তার প্রতিক্রিয়ায়জানান , আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি সদস্যদের ব্যাবসায়ী সুবিধা অসুবিধার ব্যাপারে দেখভাল করার ।
সে ধারাবাহিকতায় আজ সংগঠের অফিসে একটি টেলিভিশন প্রদান করলাম । তাছাড়া অফিসে সদস্যদের বসার জন্য উন্নতমানের চেয়ারের ব্যবস্থা করবো শিঘ্রই ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক ও প্রকাশক এস,এম রাকিব রাফসান, নির্বাহী সম্পাদক: মুহাঃ মোশাররফ হোসেন, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com