আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরিহরপুর অঞ্চল এর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন রাইহান লস্কর

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের মোট ১১,টি, অঞ্চল এর মধ্যে তৃনমূল দলের দখলে চলে যায় ১০,টি, অঞ্চল। তার মধ্যে ব্যাতিক্রম মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের শক্তিশালী অঞ্চল উত্তর কুসুম। এখানে মোট ২৯,টি, আসন ছিল। তার মধ্যে তৃনমূল দলের ছিল মোট ১২,টি, আসন এবং ভারতের জাতীয় কংগ্রেসের ছিল ১১,টি, আসন এবং আই এস এফ এর ছিল চার টি আসন এবং সি পি আই এম এর ছিল একটি আসন এবং নিরদল সদস্য ছিলেন একজন। কিন্তু তৃনমূল দলের খেয়োখেয়ী তে এবং তৃনমূল দলের কিছু নেতাদের অসহযোগিতার ফলে এই অঞ্চলের দখল নেয় ভারতের জাতীয় কংগ্রেস। প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক মগরাহাট পশ্চিমের বিধায়ক জননেতা প্রায়ত আবুল বাশার লস্কর স্ত্রী মমতাজ মাসকিনা বেগম। তিনি তৃনমূল দলের বিক্ষুব্ধ সদস্যদের সাথে নিয়ে অঞ্চল দখল নেয়। উপপ্রধান হয় তৃনমূল দলের আবেদালি লস্কর। এবং বাকি ১০,টি, অঞ্চল দখল করে তৃনমূল দল। আজ মগরাহাট পশ্চিমের হরিহরপুর অঞ্চল এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৃনমূল দলের যুব নেতা ও প্রাক্তন ছাত্র নেতা রাইহান লস্কর। তিনি দীর্ঘদিন ধরে তৃনমূল দলের যুব ও ছাত্র রাজনীতি র সাথে যুক্ত ছিলেন। এবং তার বাবা একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত ছিলেন মগরাহাট পশ্চিমে। তার বাবা মোসরাফ লস্কর একসময় মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে বহু লড়াই করেন। তখনকার বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য কারাগারে বন্দী হন। তার পুত্র রাইহান লস্কর ছোট থেকে প্রতিবাদী হিসেবে পরিচিত ছিলেন। তিনি মগরাহাট পশ্চিমের বর্তমান তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের লড়াকু নেতা মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের বর্তমান সভাপতি শ্রী সব্যসাচী গায়েন এর ঘনিষ্ঠ। এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও বর্তমান মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য এবং পশ্চিম বাংলা র ও বে সি এবং এস টি সেলের নেতা নুরুজ্জামান সেখ ওরফে মন্টু ভাগ্নে। এই অঞ্চলের দখল নিতে জোর লড়াই চালায় রাইহান লস্কর। এবং তিনি হরিহরপুর অঞ্চল এর দখল নেয় এবং তার নেতৃত্বে প্রধান গঠন হয় এবং তিনি প্রধান হন। আজ আনুষ্ঠানিকভাবে রাইহান লস্কর কে হরিহরপুর অঞ্চল এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য চার্জ তুলে দেওয়া উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর বি ডি ও র পক্ষ হতে।

error: Content is protected !!