কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আগামী নির্বাচনে বি জে পি ও তার দোসর কে বাংলা থেকে বিতাড়িত করার ডাক দিলেন তৃনমূল দলের আইকন এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি।
তিনি বলেন যে দিল্লি র সহায়তা ছাড়া পশ্চিম বাংলা র গন বিকাশের ক্ষেত্রে কাজ করে চলেছে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে পশ্চিম বাংলা র শান্তি স্থাপন করতে সবধরনের ব্যাবস্থা করছেন আপনাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের। জঙ্গল মহল থেকে শুরু করে পাহাড় ও সাগর পর্যন্ত সাধারণ মানুষের নিরাপত্তা ও উন্নয়ন করতে এগিয়ে এসেছে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সত্ত্বেও দিল্লি থেকে মাঝে মাঝে মোদী এসে পশ্চিম বাংলা র মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আসেন। কিন্তু সাধারণ মানুষের জন্য সবধরনের জন মুখী কাজ করে চলেছে।
গ্রাম থেকে শহর সর্বত্র তিনি জন বিকাশের ক্ষেত্রে কাজ করে চলেছে। আজকের এই ঐতিহাসিক সাধারণ মানুষের সভায় উপস্থিত হয়ে দিল্লি র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন আগে যারা চুরি করে জেলে যেত, এখন চুরি করে বিজেপি তে যোগ দেন। আজকের এই ঐতিহাসিক সভা থেকে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে থাকার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, যে দিল্লি মোদী বাবু মাঝে মাঝে পশ্চিম বাংলায় এসে হুয়া হুয়া করে চলে যান। তার আওয়াজ কেউ শুনতে পান না। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কারি বিজেপি কে পরাজিত করতে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ৪২টি, আসনে জয়লাভ করতে আম আদমি কে আবেদন করেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট দলের খেলোয়াড় কৃত্তি আজাদ সহ লোকসভা র সদস্য সুদীপ ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা এবং কল্যাণ ব্যানার্জী এম পি, পশ্চিম বাংলা র বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী সহ সহ লোকসভা র এবং রাজ্যে সভার সদস্য ও বিধান সভার সদস্যরা। সেই সঙ্গে আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র প্রতিটি জেলার সভাপতি রা এবং ব্লক তৃনমূল দলের সদস্যরা। আজকের এই সভায় প্রায় কুড়ি লক্ষ্য মানুষের ভীড় হয়।